২১ নভেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের আওতায় বরিশাল বিভাগীয় বেবী হোমে (ছোটমনি নিবাস) আশ্রিত শিশুদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে কর্মকর্তাগন গৈলা বেবী হোমে গিয়ে শিশুদের সাথে কিছু সময় কাটিয়ে তাদের খোজ খবর নেন। পরে ১৫জন আশ্রিত শিশুর শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। এসময় বেবী হোমের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, গৈল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার উপস্থিত ছিলেন।