২১ নভেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় মানবদেহে ক্ষতিকারক জেলী মিশ্রীত গলদা চিংড়ি বিক্রির অপরাধে এক মৎস্য ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডর রায় প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন- সোমবার রাত আটটার দিকে উপজেলা সদর বাজারে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে মানব দেহে ক্ষতিকারক নিষিদ্ধ জেলী মিশ্রিত ১০ কেজি গলদা চিংড়ি জব্দ করে। এ সময় ভ্রাম্যান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন জেলী মিশ্রিত গলদা চিংড়ি বিক্রির অপরাধে মৎস্য বিক্রেতা নগড়বাড়ি গ্রামের চান মিয়া ফকিরের ছেলে সোহেল ফকিরকে ৫ হাজার টাকা জারিমান, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। ওই আদালত জব্দকৃত জেলী মিশ্রীত গলদা চিংড়ি বিনস্টরও আদেশ দেন। রাতেই জেলী মিশ্রিত গলদা চিংড়ি কেরোসিন দিয়ে বিনস্ট করা হয় এবং জরিমানার টাকা দিয়ে মৎস্য বিক্রেতা বিক্রেতা সোহেল ফকির মুক্ত হয়।