২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ১৬ ই নভেম্বর রাত ৮ টায় ঘূর্ণিঝড় (মিধিলি) মোকাবেলায় ও জানমালের ক্ষতি কমাতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জেলা প্রশাসক বলেন ঘূর্ণিঝড় “মিধিলি” এর কারণে জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ঘুর্ণিঝড় “মিধিলি” মোকাবেলায় পূর্বের প্রতিটি দূর্যোগের ন্যায় আমাদের সতর্ক থাকতে হবে।
এ-সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।