২১ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বিরামপুর সরকারি কলেজ পাঠাগারের বই চুরি করে কেজি দরে বিক্রি

বিরামপুর সরকারি কলেজ পাঠাগারের বই চুরি করে কেজি দরে বিক্রি

Exif_JPEG_420

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর সরকারি কলেজ পাঠাগার থেকে কেজি দরে ভাঙ্গারি দোকানে বই বিক্রয় করার অভিযোগ উঠেছে। বিরামপুর সরকারি কলেজের পাঠাগার থেকে তিন হাজারের বেশি বই চুরি হয়েছে। এসব বই কলেজের অফিস সহায়ক শহিদুল ইসলাম চুরি করে স্থানীয় বাজারের ভাঙারির দোকানে বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে কলেজ কর্তৃপক্ষ পাঠাগার থেকে বই চুরির বিষয়টি জানতে পারা যায়। এবিষয়ে কলেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক ও লাইব্রেরির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রবিউল ইসলাম বই চুরির ঘটনাটি জানতে পারেন। পরে তাঁরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমারকে জানান। সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে পাঠাগারে যান। তিনি গিয়ে দেখেন,কক্ষের ভেতরের বইয়ের তাকগুলো প্রায়ই ফাঁকা হয়ে আছে।
পাঠাগার থেকে বই লেনদেন করেন অফিস সহায়ক শহিদুল ইসলাম। পাঠাগারের চাবিও থাকে তাঁর কাছে। অধ্যক্ষ তখন শহিদুলকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শহিদুল বিভিন্ন সময়ে পাঠাগার থেকে বই চুরি করার কথা স্বীকার করেন। বইগুলো তিনি কলেজের পাশের বাজারের মিন্টু মিয়াসহ বিভিন্ন ভাঙারির দোকানে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি করে দেন। এসময় শহিদুল ইসলাম দুই দিনের মধ্যে বইগুলো পাঠাগারে ফেরত দেওয়ার আশ্বাস প্রদান করেন। কলেজ সূত্র আরও জানায়,ওই দিন সন্ধ্যায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার বিষয়টি কলেজ পরিচালনা কমিটির প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীমকে জানান। সন্ধ্যায় ইউএনও তাঁর কার্যালয়ে কলেজের অন্য শিক্ষক ও শহিদুল ইসলামকে ডেকে পাঠান। সেখানেও শহিদুল ইসলাম পাঠাগার থেকে থেকে বই চুরির বিষয়টি স্বীকার করেন। এ সময় সিদ্ধান্ত হয়,শহিদুল ইসলাম ১০ দিনের মধ্যে বই ফেরত দেবেন অথবা ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ টাকা কলেজ তহবিলে জমা দেবেন। এবিষয়ে পৌর শহরের কলেজ বাজারের ভাঙারি দোকানদার মিন্টু মিয়া বলেন,তিন-চার মাস আগে শহিদুল ইসলাম তাঁর দোকানে এক ব্যাগ পুরোনো বই বিক্রি করেছেন। প্রতি কেজি পুরোনো বই তিনি ১০ থেকে ১৫ টাকা দরে কিনেছেন। যদি জানতেন, বইগুলো পাঠাগারের,তাহলে বইগুলো কিনতেন না বলে জানান। এবিষয়ে শহিদুল ইসলামের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। দায়িত্বপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম এবিষয়ে বলেন,বই হারিয়ে বা খোয়া যাওয়ার আশঙ্কায় এক বছর ধরে পাঠাগারের বই শিক্ষার্থীদের বাড়িতে নেওয়া নিষেধ ছিল। কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাঠাগারের বই লেনদেন ও এর দেখভাল শহিদুল ইসলাম করে থাকেন। পাঠাগারের চাবিও তাঁর কাছে থাকে। গত বৃহস্পতিবার বিকেলে পাঠাগারে ঢুকে দেখা যায় বই এর তাকগুলো ফাঁকা। পরে ঘটনাটি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানান। কলেজের পাঠাগারে সাহিত্য, গল্প,উপন্যাস,বিজ্ঞান ও কলেজের বিভিন্ন শ্রেণির একাডেমিক পর্যায়ের পাঁচ হাজারের বেশি বই ছিল। প্রাথমিক হিসাব অনুযায়ী,তিন হাজারের বেশি বই চুরি হয়ে গেছে। এবিষয়ে কলেজ সূত্রে জানা যায়,কলেজটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে কলেজে ডিগ্রি পাস এবং ১৯৮৫ সালে পূর্ণাঙ্গ ডিগ্রি পাস কোর্স চালু হয়। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে বাংলা ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। ২০১৮ সালে ৮ আগস্ট কলেজটি জাতীয়করণ হয়। কলেজটি অনেক পুরোনো হওয়ায় পাঠাগারে অনেক দুষ্প্রাপ্য বই ছিল। এবিষয়ে বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার বলেন,শহিদুল ইসলামকে বই চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি স্বীকার করেন। তিনি কতগুলো বই চুরি করেছেন,সেটি বলেননি। ধারণা করা হচ্ছে,আনুমানিক এক মিনি ট্রাক বই চুরি হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ইউএনওকে জানানো হয়েছে। এখন দুর্গাপূজার ছুটিতে কলেজ বন্ধ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হবে। এ ছাড়া কলেজের একাডেমিক কাউন্সিলের সঙ্গে বৈঠক করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে ইউএনও নুজহাত তাসনীম জানান,শহিদুল ১০ দিনের মধ্যে বইগুলো ফেরত দিতে চেয়েছেন। আর না হলে ক্ষতিপূরণ হিসেবে কলেজের তহবিলে দুই লাখ টাকা দিতে চেয়েছেন। বই চুরির বিষয়ে কলেজে একাডেমিক কাউন্সিলের সভা হওয়ার কথা রয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019