১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দৌলতদিয়ারে ইজিবাইকের ঢাক্কায় চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে চুয়াডাঙ্গা জজ কোটের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুনজুর হোসেন মজনু (৫৮) ভোরে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা মারলে তিনি রাস্তার ওপর পড়ে যান। এসময় ইজিবাইক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যু খবর চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।