২১ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বাবুগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে শশুড়ের কবর খুঁড়ে গাঁয়ের ঝাল মেটাল নেশাখোর স্বামী দুলাল

বাবুগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে শশুড়ের কবর খুঁড়ে গাঁয়ের ঝাল মেটাল নেশাখোর স্বামী দুলাল

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে শশুড়ের কবর খুঁড়ে গাঁয়ের ঝাল মেটাল নেশাখো স্বামী মোঃ দুলাল হাওলাদার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামে মৃত্যু সেকান্দার হাওলাদারের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর পূর্বে মোঃ সেকান্দার হাওলাদারের মেয়ে মোসাঃ রেশমা আক্তার রিপাকে বিয়ে করেন শাহজাহান হাওলাদারের পুত্র মোঃ দুলাল হাওলাদার। আপন চাচাতো বোনকে বিয়ে করেন এবং ওই ঘরে তিনটি পুত্র সন্তান রয়েছে। পুত্র সন্তানরা বড় হলেও নেশাখোর মোঃ দুলাল হাওলাদার প্রায়ই নেশায় আশাক্ত থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মারধেরের ঘটনা ঘটে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দেড় বছর পূর্বে স্ত্রী মোসাঃ রেশমা আক্তার রিপা দুই পুত্র সন্তান নিয়ে ঢাকায় গার্মেন্সে চাকুরিতে যায়। এদিকে বড় ছেলেকে নিয়ে দুলাল হাওলাদার বাড়ি থাকেন। স্বামী দুলাল স্ত্রীকে ঢাকা থেকে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় শুক্রবার ১৮ বছর পূর্বে মারা যাওয়া শশুড় মৃত্যু সেকান্দার হাওলাদারের কবর খুঁড়তে আসলে এলাকাবাসী বাধা প্রদান করলেও পাষন্ড মোঃ দুলাল হাওলাদার এলাকাবাসীকে ধারাল অস্ত্র দিয়ে হুমকি প্রদান করেন।

এসময় স্থানীয়রা কোনো উপায়ত্ত না পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পৌছলে পুলিশ ও স্থানীয়দের সহতায় কবরে মাটি দেয়া হয়।

অভিযুক্ত মোঃ দুলাল হাওলাদারের ছোট ভাই মোঃ মাসুদ হাওলাদার জানান,আমার ভাই দুলাল একজন নেশাখোর থাকায় তার স্ত্রীর দুই সন্তান নিয়ে ঢাকায় একটি গামের্ন্স চাকুরি করেন। নাম প্রকাশে অনিচ্ছিুক স্থানীয় একাধীকরা জানায় দুলালের বড় ভাই আসলাম, ছোট ভাই মাসুদও মাদক ব্যবসার সাথে জড়িত আছে।

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019