২১ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা ৪ নং ইউনিয়নে জনদুর্ভোগ কমাতে কাঁদা রাস্তা সংস্কারে নামলো ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। শনিবার (৩০ সেপ্টেম্বর)উক্ত বিষয়ে সরজমিনে জানা যায় বিরামপুর উপজেলাধীন দিওড় ইউনিয়নের গোপালপুর গ্রাম নামক মহল্লায় জনগণের যাতায়াতের কাঁদা রাস্তায় অযোগ্য রাস্তার চিত্র দেখা যায়।
বিশেষ করে ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রায় গ্রাম অঞ্চলে একটানা বর্ষার পানির কারনে গ্রামীণ কাচা রাস্তা গুলি কাঁদায় পরিপূর্ণ হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে জনমনে দুর্ভোগ দেখা দেয়।
ঠিক এমন সময়ে মানবিক এমপি শিবলী সাদিক দিক নির্দেশনায় দৈনন্দিন চলাচলে বিপাকে পড়া ইউনিয়নবাসির কষ্ট লাঘব করতে অযোগ্য কাচা কাঁদা রাস্তা গুলি পরিদর্শন করেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল।
৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আঃ মালেক মন্ডল পবিত্র জুম’আ নামাজ আদায় শেষে উক্ত রাস্তা গুলো পরিদর্শন করেন।
এসময় তিনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বড় গোপালপুর উপস্থিত সকল মুসল্লীদের সালাম বিনিময় করেন। এসময় সঙ্গে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ আজগর আলী,৬ নং ওয়ার্ড সদস্য মোঃ রবিউল ইসলাম,৭,৮,৯,মহিলা সদস্য মোছাঃ আরিফুন্না,ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ গোলাম রাব্বানী (মাষ্টার)প্রমুখ।এমন অবস্থায় চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল গ্রামের কাঁচা কাদা রাস্তা গুলো জনগণের চলাচলের সুবিধার জন্য রাবিশ ও খোয়া দিয়ে সংস্কার করেন।