২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিতধঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টায় রাণীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। পরে এক আলোচনা সভা শেষে কেক কর্তন করেন নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা। এ সময় উপজেলা আওয়ামিলীগের সাঃসম্পাদক ও বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সদের আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মিয়াসহ উপজেলা আওয়ামিলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ সহ এর অঙ্গসহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।