০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
আমার আশা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোকিত নারী ও আলোকিত পুরুষ এ্যাওয়ার্ড ২০২৩। তুলে দিচ্ছেন বরিশাল ফুলকঁড়ি শিশুনিকেতন এর প্রধান শিক্ষক কামরুন নাহার কে
কোলকাতা বারাসাত এর বিশিষ্ট সমাজ সেবক ডাঃ নির্মল মাঝি ( ক্যাবিনেট মন্ত্রী) ভারতের চলচিত্র নায়িকা পায়েল সরকার,ফিল্ম ডিরেক্টর লোপা মজুমদার ও আমার আশা ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মোশারফ মোল্লা।
তিনি তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন,
এ অর্জন আমার একার নয়।
এ হাসি আমার ছোট্ট সোনামণিদের জন্য।
এ বিজয় ফুলকুঁড়ি শিশুনিকতন এর
যাদের ভালোবাসা,উৎসাহ অনুপ্রেরনা আজ আমাকে
এই পর্যন্ত পৌছে দিয়েছে।
২৫সেপ্টেম্বর ২০২৩ বারাসাত, বিদ্যাসাগর অডিটোরিয়াম,কোলকাতা।