২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দু’পুলিশের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার পুরস্কার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২১-২২ প্রদান অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই জন সদস্য কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের অর্থবছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ’র
মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ চুয়াডাঙ্গা জেলার এএসআই(নিঃ) মিতা রানী বিশ্বাস ও কনস্টবল মোঃ মেহেদী হাসানকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ এবং খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ।