২১ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
সামনে মাসে উৎসব শুরু পশ্চিমবঙ্গে। এর আগেই কলকাতার বাজারে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। উৎসব উপলক্ষে সরকারের রপ্তানি ছাড় দেওয়ায় কলকাতার বাজারে যাচ্ছে ইলিশ। খবর আনন্দবাজারের।
গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনায় একটি সভা হয়েছে।
সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঘোষণা করেন, পূজার আগে পাঁচ হাজার টন ইলিশ রপ্তানিতে ছাড় দেওয়া হবে। এই রপ্তানির একটা বড় অংশ যাবে ভারতের পশ্চিমবঙ্গে। এ ছাড়া ইউরোপ ও আমেরিকায় ভারতীয় ও বাংলাদেশি গ্রাহকদের জন্যও পাঠানো হবে এসব ইলিশ।
গত কয়েক বছর ধরেই পূজার আগে পশ্চিমবঙ্গের ইলিশপ্রেমীদের মনে রেখে রপ্তানিতে ছাড় দিয়েছে বর্তমান সরকার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
কিন্তু গতবারের থেকে বাংলাদেশে এবার ইলিশের উৎপাদন অনেকটাই কম হয়েছে। সাগরে প্রচুর ইলিশ মিললেও নদীতে তাদের ঝাঁকের দেখা সেভাবে মেলেনি। নদীতে মাছ না-মেলায় বাংলাদেশের বাজারে ইলিশের দামও এ বার অনেকটাই বেশি। এর পরও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত কেন?
এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইলিশ আমরা নিয়মিত রপ্তানি করি না। শুধু যেসব দেশের বাঙালি আমাদের মতো ইলিশ ভালোবাসেন, তাদের জন্য উৎসবের শুভেচ্ছা হিসেবে ইলিশ রপ্তানি করা হয়।
দেশে প্রতি বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদিত হয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সেই হিসেবে প্রতিদিন গড়ে দু’হাজার টন ইলিশ ধরা হয়ই। সেই হিসেবে এবার পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে।