২৮ এপ্রিল ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করলেন বিএসএফ’র মহাপরিচালক

বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করলেন বিএসএফ’র মহাপরিচালক

তেতুঁলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)র মহাপরিচালক ড. এসএল থাউসেন। শনিবার দুপুরে বিএসএফের একটি দল ভারতীয় ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রবেশ করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা শেষে বিএসএফ মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করেন। পরে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজিবি’র রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এসএল থাউসেন ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিভিন্ন সীমান্ত সফল বলে জানিয়েছেন। বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম দুই দেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক জোরদার করতে বিএসএফ মহাপরিচালকের এই সফর বলে জানান। এছাড়া সীমান্তের অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে। পরে বিজিবি বিএসএফ’র মধ্যে ফুল, ফল এবং ক্রেস্ট বিনিময় করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019