০১ মে ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অটো চালককে হত্যা করে অটো ছিনতাই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যান পুলিশ সুপার দর্ননাস্থ কেরু কোম্পানী, আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে উন্নত কৃষিতত্ত্বের ব্যবস্থাপনা বিষয়ক সিডিএ ও সিআইসিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বাম্পার ফলনে খুশিতে নাচছে ঘোড়াঘাটের ভুট্টা চাষীরা বরিশাল শেরে ই বাংলা শেবাচিমে দালাল চক্রের নারীসহ ২৫ সদস্য আটক সিলেটে রাতে বৃষ্টি, দিনে অসহ্য গরম নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোন প্রকার সুযোগ-সুবিধা প্রদান কিংবা পক্ষপাতিত্ব করলে তাৎক্ষণিক সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- চুয়াডাঙ্গায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব ঝালকাঠিতে যানবাহন থেকে ক্ষতিকর এলইডি লাইট অপসারণের অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ
ম্যাচটা ছিল কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার: সাকিব

ম্যাচটা ছিল কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার: সাকিব

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ওয়ানডে, টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজে জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার চেষ্টা করেছেন তারা।

টেস্ট অধিনায়ক সাকিব বলেছেন, ‘সাধারণত আমরা এমন উইকেটে খেলি না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। ভালো লড়াই করেছে। তাইজুল খুবই ভালো বোলিং করেছে। দ্বিতীয় ইনিংসে পেসাররা ভালো করেছে। আমি মনে করি, অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে আমাদের।’

দুই ইনিংসে মাত্র ১৬ ওভার বোলিং করা সাকিব বলেছেন, ‘ম্যাচটা ছিল আমাদের জন্য কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার ভালো সুযোগ। আমরা চেষ্টা করেছি। কিছু জায়গায় কাজ করেছে, কিছু করেনি। আমি মনে করি, আমরা অনেক ইতিবাচক ছিলাম। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছি।’

টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট থেকে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা দেওয়া হয়েছিল। সাকিব, লিটন দাস, মুশফিকুর রহিমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলেছেন। সাকিবের মতে, ম্যাচটা ছিল তাদের এপ্রোচ পরিবর্তনের। সেটা তারা পেরেছেন।

টি-২০ ও টেস্ট অধিনায়ক বলেছেন, ‘এই ম্যাচে আমাদের এপ্রোচ কেমন হয় সেটা দেখতে মুখিয়ে ছিলাম। এই ম্যাচে সেটা প্রয়োগ করা গেছে। এটাকে (মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট) টেস্টের জন্য আদর্শ উইকেট বলছি না, তবে ব্যাটিং করার জন্য ভালো উইকেট ছিল।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019