১৮ মে ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত জীবননগরে সড়ক দুর্ঘটনায় হাতপাখা বিক্রেতার মৃত্যু মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!
বরিশালে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব শুরু

বরিশালে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব শুরু

আজকের ক্রাইম ডেক্স:: দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা ৫৮ মিনিট থেকে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনী আর উলুধ্বনীতে মুখরতি হয়েছে মণ্ডপগুলো। এবার কৈলাস থেকে দুর্গাদেবী মর্তে এসেছে গজে চড়ে। কৈলাসে ফিরবেন নৌকায় করে।

উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলো সেজেছে নবরূপে। এবার শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সারা দেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসবের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি ও বন্ধন আরও জোড়ালো হবে বলে আশা করেন তারা।

এদিকে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উপলক্ষে শনিবার বেলা ১১টায় নগরীর কালী বাড়ি রোডের ধর্মরক্ষিণী সভা চত্বর থেকে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের একটি বর্ণাঢ্য শারদ শোভাযাত্রা বের হয়। বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের ধর্মরক্ষিনী সভার সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি থেকে শান্তি এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু।

এদিকে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। পাঁচ দিনব্যাপী এই উৎসব আগামী ৫ অক্টোবর শেষ হবে দেবী বিসর্জনের মধ্য দিয়ে। এবার বরিশাল জেলায় ৬০০টি ও মহানগরে ৪৫টিসহ ৬৪৫টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূূজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019