২১ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহাতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের স্বেচ্ছাচারীতা,্অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়টি অনিয়মের আঁকড়ায় পরিণত হয়ে গেছে।বিদ্যালয় পচিালনা কমিটি ও প্রধান শিক্ষককে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ্অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। ফলে শিক্ষা কার্যক্রম একেবারেই মুখ থুবড়ে পড়েছে।বিদ্যালয় থেকে ঝরে পড়েছে ্অনেক শিক্ষার্থী।্সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ্অনিশ্চয়তায় ভুগছে অবিভাবকরা। শিক্ষকরা নিয়মিত শ্রেণী কক্ষে শিক্ষার্ধীদের পাঠ দান না করে পরিবারের সাথে মোবাইল ফোনে ব্যস্ত থাকেন বলে শিক্ষার্থী ও ্অবিভাবকরা ্অভিযোগ করেছেন। শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি নেই।তারা ক্লাসে যান না ঠিকমত। ক্লাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদানে মনোযোগি না হয়ে মোবাইল ফোন নিয়ে পরিবারের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত থাকেন। এ কারণে ঘোড়াঘাট উপজেলার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষারমান দিন দিন নি¤œ গামী হচ্ছে ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার অনেক কমে যাচ্ছে। প্রধান শিক্ষকের কোন কথায় গুরুত্ব না দিয়ে তাদের ইচ্ছা মতো যাওয়া আসা করে থাকেন। নিজেদের ইচ্ছামত চলেন। স্কুল হইতে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই বের হয়ে যখন তখন যেখানে সে খানে যান। এই প্রতিবেদক সরজমীনে গিয়ে দেখতে পান এসবের মুলে একজন সহকারী শিক্ষক মোঃ আইয়ুব হোসেন, সব কাজের নেতৃত্ব দিয়ে থাকেন। শিক্ষক মোঃ আইয়ুব হোসেনকে অন্যত্র বদলি করা হলে বিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আসবে বলে শিক্ষার্থীদের অভিভাকগন মনে করেন।