২২ নভেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ১০ ফুট লম্বা ৫ টি গাজা গাছসহ শিপন হাওলাদার(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকালে তাকে আটক করা হয়। আটক হওয়া শিপন উপজেলার সাহেবরামপুর এলাকার ক্রোকিরচর গ্রামের নেছারউদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ শামীমের নেতৃত্বে ও তদন্ত নাসিরউদ্দিনের সার্বিক সহযোগীতায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাজা গাছসহ শিপন হাওদারকে আটক করেন।
ওসি জানান, শিপন দীর্ঘদিন ধরে তার বাড়ির আঙ্গিনায় গাজার চাষ কর আসছিলেন। পরে আমরা খবর পেয়ে গাজার গাছ সব উদ্ধার করি। শিপনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।