২১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ যুব মৈত্রী বাবুগঞ্জ
উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ জানুয়ারী বিকালে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে উপজেলা যুব মৈত্রীর সভাপতি মোঃ আলাউদ্দিন খানের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল -৩ (বাবুগঞ্জ- মুলাদী) আসনের সাবেক সাংসদ এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব মৈত্রীর সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা টি এম শাহজাহান, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন, বরিশাল জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান পান্নু।
কাউন্সিল শেষে হাসানুর রহমান পান্নু কে সভাপতি, রোকন উজ্জামান কে সাধারণ সম্পাদক ও সোহেল মোল্লা কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট যুব মৈত্রী বাবুগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।