১৯ মে ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীতে ফোন চাওয়ায় মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আত্মহত্যা আগৈলঝাড়ায় শুক্রবার রাতে স্কুল ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা বরিশাল নগরী বিভিন্ন পেট্রোল পাম্পে ট্রাফিক পুলিশের সচেতনমূলক অভিযান বাবুগঞ্জে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগনের ভালবাসায় এগিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী চায়না খানম ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টা মামলায় কারাগারে মাদরাসা সুপার চাঁদপাশায় চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব এর উঠান বৈঠক অনুষ্ঠিত রিকশাচালককে পিটিয়ে পা ভেঙে দেওয়া সেই পুলিশ সদস্য ক্লোজড বরিশালে স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়া হাসপাতালে অকেজো মালামাল টেন্ডারে ঘাবলা ধামাচাপা দেয়ার চেষ্টা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক

পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুক্রবার জুমার নামাজের সময় প্রতিমন্ত্রী স্টেডিয়াম আধুনিকায়ন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটির প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হচ্ছে। কাজ শেষ হলে পাবনার স্টেডিয়ামে বড় বড় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে।

এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে ফুটবল, ক্রিকেট ও ভলিবলসহ সব ধরনের খেলাধুলা চর্চা করা যাবে।
পাবনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক। এ সময় পাবনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা যুবলীগের আলী মূর্তজা সনি বিশ্বাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের মধ্যে জেলা সুইমিংপুলের আধুনিকায়ন ও গ্যালারি নির্মাণ, ইনডোর ক্রিকেট নেট প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি, টেনিস কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়াম উন্নয়ন কাজ। নির্মাণ শেষ হলে পাবনার ক্রীড়াঙ্গনে সূচিত হবে এক নব-দিগন্তের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019