০৭ মে ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “ দর্শনার মাদিনাতুল উলুম মাদ্রাসায় অভিভাবক সম্মেলন,নাজেরা ও হিফ্জুল কুরআান বিভাগের ক্লাস উদ্বোধন বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা বরগুনায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে আলমসাধুসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার।

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে আলমসাধুসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার।

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া ৩টি আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত যান) উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় তাদের হাতে গ্রেফতার হয় চোরচক্রের ৩ সদস্য। গতকাল মঙ্গলবার ভোরে জেলার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জসিমউদ্দিন (৩৫), আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আশরাফ আলীর ছেলে বাশি (৩৫) এবং একই উপজেলার পারকৃঞ্চপুর গ্রামের শ্রী সুধীর প্রামাণিকের ছেলে শ্রী খোকন প্রামাণিক (৩৫)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ অঞ্চলের সংখ্যা গরিষ্ঠ দরিদ্র শ্রেণির মানুষ নসিমন, করিমন, আলগামন, পাখি ভ্যান ইত্যাদি যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। সম্প্রতি প্রায় শোনা যাচ্ছিলো যে, সহজ-সরল এসব মানুষদের কাছ থেকে খুব কৌশলে একশ্রেণির দুর্বৃত্ত অযান্ত্রিক যানবাহনগুলো চুরি ছিনতাই করে নিচ্ছে এবং অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটাতে চলতি বছরের একটি ঘটনায় খুন পর্যন্ত সংঘটন করেছে।

বিধায় এই অপরাধ চক্রকে সমূলে উৎপাটনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসির নেতৃত্বে এসআই হাসানুজ্জামানসহ সদর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোরে এ ধরনের ঘটনায় জড়িত একটি দলকে গ্রেফতার এবং তাদের দখল ও নিয়ন্ত্রণ থেকে শ্যালোইঞ্জিন চালিত ৩টি চোরাই আলমসাধু উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019