২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে তীব্র গরম ও তাপদাহে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রী সেঃ রেকর্ড, বানারীপাড়ায় বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় দর্শনায় তৃষ্ণার্থ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ,স্যালাইন এবং শরবত পানি বিতরণ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক- হেলপার নিহত ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর দুর্বৃত্তদের হামলা চুয়াডাঙ্গায় রাতে বাবাকে নিতে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মুত্যু, দু’ বন্ধু মারাত্নক জখম বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু ! বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
সিলেটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিকী অনশন।

সিলেটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিকী অনশন।

আবুল কাশেম রুমন,সিলেট: ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন এর জন্য বাজেটে আর্থিক বরাদ্ধ এবং সরকার ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে ৯ জুন বুধবার দুপুরে নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন কর্মসূচীর আয়োজন করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি বদরুল আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মওদুদ আহমদ এর পরিচালনায় অনশনপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সহ সভাপতি ইসরাফিল আহমদ, সহ সেক্রেটারী শাহিনুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, সহ দপ্তর সম্পাদক কপিল উদ্দিনসহ সাহাবা আইডিয়াল স্কুল, কবি নজরুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, সফির উদ্দিন কিন্ডারগার্টেন স্কুল, জালালাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নিউ বøুবেল স্কুল এন্ড কলেজ, শাহ জালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, দি লাইট হাউজ স্কুল, সিলেট সেন্ট্রাল মডেল স্কুল, সূর্যমূখী বি.কে.এন হাই স্কুল, বালুচর আইডিয়াল স্কুল, গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে গত বছর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা। কিন্ডার গার্টেনের আয়ের উৎস শিক্ষার্থী বেতন ও পরীক্ষা ফি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্ধ রয়েছে শিক্ষার্থীদের ফি আদায়। এতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতা পুরোপুরি বন্ধ রয়েছে। বিদ্যালয়ের তহবিলেও অর্থ সংকট থাকায় বন্ধকালে কোনো সহায়তা করতে পারছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। এমতাবস্থায় সারাদেশের ন্যায় সিলেট জেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা চরম মানবেতর জীবন যাপন করছেন। অথচ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসকালিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন দপ্তর সংগঠনকে সহায়তা করে আসছেন। সেক্ষেত্রে পুরোপুরি বঞ্চিত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মচারীরা। তাই তাদের পরিবার পরিজন এবং প্রতিষ্ঠান ঠিকিয়ে রাখার স্বার্থে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019