০৭ মে ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে প্রতিবন্ধীর নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “
বাবুগঞ্জে ইউপি নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়জোড় থাকলেও মাঠে নেই প্রার্থীরা।

বাবুগঞ্জে ইউপি নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়জোড় থাকলেও মাঠে নেই প্রার্থীরা।

মোহাম্মাদ আলী
বাবুগঞ্জ ( বরিশাল) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না প্রার্থীদের। এমনকি গ্রামগঞ্জে গণসংযোগ, সভা, সমাবেশ কিংবা মাইকিং করতে দেখা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের প্রতিক ও ছবি সম্বলিত পোস্টার আপলোড করে কিছুটা প্রচারণা চালাতে দেখা গেছে।

প্রাণঘাতী করোনার কারণে স্থগিত হওয়া নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন তারিখ ঠিক হলেও প্রচার প্রচারণা শুরু করেছেন না প্রার্থীরা।
অপরদিকে সরকারের বেধে দেওয়া লকডাউনে প্রচার, প্রচারণা, উঠান বৈঠক, মাইকিং শুরু করবেন কিনা তা নিয়েও চিন্তিত অনেক প্রার্থীরা।
বাবুগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের স্থগিত থাকা ভোট আগামী ২১ জুন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ আক্তার হোসেন খোকা জানান, করোনা প্রাদুর্ভাব ও সরকারের বেধে দেওয়া লকডাউনের কারণে সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমি নিজেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে দোয়া কামনা করছি।

বাবুগঞ্জ উপজেলার ২ নং কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল হোসেন জানান, আমি জনগণের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রেখেছি, এলাকার মানুষের সুখে দুংখে সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। কেদারপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চাওয়া ও না পাওয়ার কথা মাথায় রেখেই নির্বাচনে অংশ গ্রহণ করেছি। করোনা ও লকডাউনের কারনে জনসমাবেশ থেকে বিরত রয়েছি। তবে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছি।

এব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, প্রার্থীরা সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে প্রচার প্রচারণা চালাতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019