২০ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঘোড়াঘাটে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০ রাত ১টার মধ্যে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত পুড়ে ছাই আইসিইউ, অসংখ্য যন্ত্রপাতির ক্ষতি চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ রেকর্ড,হিট ওয়েভের সতর্কবার্তা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি গাড়ি-বাড়ি নিয়ে শো-অফ, ভুয়া ভিসা বিক্রি করে রাতারাতি কোটিপতি মামুন বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছায সিক্ত মেনন
ঢাকা-বরিশাল রূটে রঙ্গিন দানব রুপে আসছে এম.ভি পারাবত-১৮।

ঢাকা-বরিশাল রূটে রঙ্গিন দানব রুপে আসছে এম.ভি পারাবত-১৮।

আজকের ক্রাইম ডেক্স
নৌসেক্টরের সম্মানিত যাত্রীগন, সকল ক্রুজ হান্টার ও পারাবত ফ্যানদের অপেক্ষায় প্রহরে এখন সূর্যাস্ত প্রায়। কেননা আগামী কোরবানীর ঈদের পূর্বে দেশের সর্ব বৃহৎ নৌযানদের অপারেটর খ্যাত ঢাকা- বরিশাল-ঢাকা নৌরুটে সার্ভিস যুক্ত হতে যাচ্ছে রুটের সর্ব বৃহৎ অপারেটর ‘মেসার্স রাবেয়া শিপিং কোং’র নতুন ও ফ্লাগশীপ ভ্যাসেল এম.ভি পারাবত-১৮। ইতিমধ্যেই আধুনিক, সুসজ্জিত ও বিলাসবহুল এই নৌযানটির সকল কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রথম ধাপের রিভার ট্রাইল পর্ব ও সফলতার সাথে শেষ হয়েছে গত মাসে। ইনশাআল্লাহ পুরোপুরি ভাবে প্রস্তুত রয়েছে ৯০ মিটার দীর্ঘ নৌযানটির প্রপেলার সিস্টেম।

৯০ মিটার আকৃতির বিশাল ও বিলাসবহুল এম.ভি পারাবত – ১৮ তে কি কি সুবিধা থাকছে তার বিস্তারিত জানা যাক। সার্ভিসে যুক্ত হবার সময় অবধি থাকবে যুক্ত হবে আরও কিছু চমক।

ভি.আই.পি ও প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য রয়েছে –

প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এসি ও নন এসি মিলিয়ে ২৭০ সিটের কেবিন বিন্যাস (সিঙ্গেল ও ডাবল) ব্যবস্থা থাকছে।

বিলাসবহুল ২টি ফ্যামিলি কেবিন।

সব থেকে বড় পরিসরের আধুনিক ও বিলাসবহুল ভি.আই.পি জোন থাকছে। সর্বোচ্চ ৮ টি ভি.আই.পি কেবিন রয়েছে যার প্রতিটি এ্যাটাস বাথ ও বারান্দা সহ এবং শীতাতপ নিয়ন্ত্রিত। এবং পুরো ভি আই পি লাউঞ্জ সেন্টাল এসির নিয়ন্ত্রণে থাকছে।

৩টি ক্যাটাগরীতে সাজানো হয়েছে সিঙ্গেল কেবিন –
১. সিঙ্গেল
২. সিঙ্গেল সিলভার (মাঝারী)
৩. সিঙ্গেল গোন্ড (বড়)। যা একে বারেই নতুন ভাবে সর্ব প্রথম এম.ভি পারাবত – ১৮ তে থাকছে।

সুপ্রশস্থ স্টেইট বারান্দা রিভার সাইড ও ইন সাইড।

৪র্থ তলায় মাস্টার ব্রীজের পেছনে রিভার সাইড ব্যাসিস আধুনিক মানের রেস্টুরেন্ট। যা আপনার ভ্রমনে ভিন্ন এক রসদ যোগ করবে। কেবিন ও ডেক উভয় শ্রেনীর যাত্রীরা এই রেস্টুরেন্ট উপভোগ করতে পারবে।

প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য মোট ১৯ টি টয়লেট। (ভি আই পি জোন আলাদা)।

আধুনিক সুসজ্জিত মানের একাধিক বেসিন সেটিংস।

৩য় তলায় কেবিন যাত্রীদের জন্যে কফি সপ।

২য় তলায় নামাজের জন্যে সুসজ্জিত মসজিদের ব্যবস্থা।

সুবিশাল খোলা ছাঁদ যা সকল শ্রেনীর যাত্রী দের জন্যে উন্মুক্ত থাকবে।
৩য় তলায় সিড়ি ও সিড়ির পাশে থাকছে বিশেষ চমক।
রয়েছে গ্লাস ব্যাসিস স্যাডো লাইটিং সিস্টেম। (যা বাংলাদেশে নৌযান সেক্টরে প্রথম)

দ্বিতীয় শ্রেণীর (ডেক) যাত্রীদের জন্য থাকছে –

ডেক যাত্রীদের জন্য পর্যাপ্ত মোবাইল ফোন চার্জের ব্যবস্থা।
ডেক স্পেসে মোট ১০ টি টয়লেট এবং নামাজের জন্যে ওযু করার ব্যবস্থা।
টি – স্টল ও বিবিধ খাবারের আইটেম নিয়ে স্টল।
সুবিশাল খাবার হোটেল।
বিনোদনের জন্য এল ই ডি টিভি।

ইঞ্জিন রুমের বিষয়বস্তু তে যা থাকছে –

মূল ইঞ্জিন : ২টি, আকাসাকা ব্রান্ড (জাপান)।
ধরন : লো আর পি এম।
হর্স পাওয়ার : ২২০০ (প্রত্যেকটি)
আরপিএম : ২৮০ (প্রতিটি)
সিলিন্ডার : ৬টি
প্রপেলার : ২টি।
গিয়ার বক্স : ১ঃ১.১ (চায়না)
জেনারেটর : ৪টি (ব্যাক আপ ২টি)।

নিরাপদে নৌযান পরিচালনার জন্যে মাষ্টার ব্রীজে যা থাকছে –

মেকানিক্যাল ও ইলেক্ট্রো হাহড্রোলিক সুকান সিস্টেম।
রাডার সিস্টেম।
জিপিএস সিস্টেম।
ইকো সাউন্ডার সিস্টেম।
ভি.এইচ.এফ সিস্টেম
কম্পাস সহ জরুরী ও প্রয়োজনীয় সকল ইকুইপমেন্ট।

সিকিউরিটি ব্যবস্থা হিসেবে যা থাকছে –

পুরো নৌযানটি থাকবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
একাধিক অগ্নি নির্বাপক যন্ত্র।
লাইভ বয়া সহ সকল কিছুই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019