০৬ মে ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান কাবিননামায় দেনমোহর নিয়ে প্রতারণা, স্ত্রী গ্রেফতার গৌরনদীতে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দামুড়হুদায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ ছাত্রলীগ নেতা জুয়েলের গণসংযোগ দর্শনার রেলবাজারের আলোচিত গাজা ব্যবসায়ী তহমিনা গ্রেফতার ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে সুজনকে পিটিয়ে হত্যা, বাবা ও ভাই গ্রেপ্তার ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন
স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের//

স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের//

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ মে) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেছেন, প্রথম আলোর সাংবাদিক সত্যটাকে বের করে দায়িত্ব পালন করেছেন। জনগণের সামনে সত্যকে তুলে ধরেছেন। বিশেষ করে করোনার সময় সরকারের যে দুর্নীতি এগুলোকে জনসম্মুখে নিয়ে এসেছেন। এই ‘অপরাধে’ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা কল্পনাও করতে পারিনি, রোজিনা ইসলামকে আটক করে নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি এ সরকারকে ধিক্কার জানাই। তীব্র ভাষায় প্রতিবাদ করছি। অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি করছি। এইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছি। আমরা আগেই থেকেই বলছি, এদেশে মানুষের কোনো অধিকার নেই; না আছে সাধারণ মানুষের, না আছে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের অধিকার।

এ সময় সাংবাদিকদের নিজের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাঁড়ানোর পরামর্শ দেন ফখরুল। তবে চাকরি হারানোর ভয়ে অনেকেই তা করতে পারছেন না বলে মন্তব্যও করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই যদি রাষ্ট্র ব্যবস্থা হয়, তাহলে রাষ্ট্রের ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে। আজকে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘকাল ধরে কারাভোগ করতে হচ্ছে। এখন তিনি এত অসুস্থ যে চিকিকিৎসকরা দেশের বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও সরকার তাতে বাধা দিচ্ছে।

দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে মন্তব্য করে ফখরুল আরও বলেন, দেশে গণতন্ত্রের কর্মীরা কীভাবে টিকে থাকবে, এটা তো ফ্যাসিবাদ। ভয় ও ত্রাসের রাজত্ব সৃস্টি করা হয়েছে। এখনও সময় আছে সবাইকে সচেতন হওয়া উচিত। সমস্ত বিবেকবান ও পেশাজীবী মানুষকে নিজেদের অধিকার রক্ষার্থে ঐক্যবদ্ধ হওয়া দরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019