০৩ মে ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় নির্বাচনী ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ২জন সহ প্রার্থী হয়েছে ১৩ জন বাকেরগঞ্জের দাড়িয়ালে সড়ক নির্মানে দূর্নীতি ও অনিয়ম
শটগান নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির অভিযুক্ত, বিব্রত বিচারক।

শটগান নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির অভিযুক্ত, বিব্রত বিচারক।

ওয়েব ডেস্ক

চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশে মাটি ফেলে রাখায় ভ্রাম্যমাণ আদালতে ডাক পড়ে রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটোর। এ সময় ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র নিয়ে ইকবাল মাহমুদ টিটো ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা সহকারী কমিশনারের (ভূমি) কাছে আসেন। এতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েন। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।

মঙ্গলবার (০৪ মে) ভ্রাম্যমাণ আদালত চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-দামুড়হুদা প্রধান সড়কের পাশে রাজা ব্রিকস মাটি ফেলে রাখায় বৃষ্টিতে কাঁদা-মাটি পিচ্ছিল হয়ে সড়কে দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এক ডিম ব্যবসায়ী আলমসাধু গাড়িভর্তি ডিম নিয়ে যাওয়ার সময় ডিমগুলো ভেঙে যায়। এরপর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।

সকাল সাড়ে দশটায় দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে যান। এ সময় ডেকে পাঠান ভাটা মালিক ইকবাল মাহমুদ টিটোকে। এ সময় টিটো তার লাইসেন্স করা অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে এসে দাঁড়ান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘অস্ত্রটি লাইসেন্স করা হলেও তার এভাবে অস্ত্র নিয়ে মোবাইল কোর্টে হাজির হওয়া ঠিক হয়নি। এভাবে অস্ত্র প্রদর্শন করে তিনি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন।’

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। লাইসেন্স করা অস্ত্র জনসম্মুখে প্রদর্শন করতে পারবেন না। নিরাপত্তার জন্য বাড়িতে কিংবা গাড়িতে রাখা যাবে। এ ঘটনায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারীকে শোকজ করা হবে। প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।’
এ ব্যাপারে ইটভাটা মালিক টিটো বলেন, ‘আমার অস্ত্র দেয়ার সময় আমাকে বলে দেয়া হয়েছে, নিজের অস্ত্র নিজেই বহন করতে হবে। কারো হাতে দেয়া যাবে না। প্রয়োজনে নিজেই গুলি চালাতে হবে। এটাই আইন। আমি মনে করি এখানে আইনের কোনো ব্যতয় ঘটেনি।’
পরে ইটভাটা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকা ডিমের মালিক কাঠাঁলতলা গ্রামের এনামুলকে দেয়া হয়। আর ডিমের গাড়ি চালক ও সহযোগীকে ৫০০ টাকা করে দেয়া হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘রাস্তার উপরের দু’পাশের সমস্ত মাটি কেটে শ্রমিক দিয়ে রাস্তার পাশে ফেলা হয়েছে। সেই সঙ্গে রাজা ব্রিকসের মালিককে চারটি শর্তজুড়ে মুচলেকা নেয়া হয়েছে।’
শর্তগুলো হলো- ব্র্যাকের অফিস থেকে রাজা ব্রিকসের অপর পাশ পর্যন্ত সকল রাস্তা সকাল-বিকেল পরিষ্কার রাখবে। রাস্তার পাশে রাখা ইট আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেবে। মাটি পরিবহনের সময় অবশ্যই পলিথিন/ চটের বস্তা ব্যবহার করবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019