০৩ মে ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় নির্বাচনী ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ২জন সহ প্রার্থী হয়েছে ১৩ জন বাকেরগঞ্জের দাড়িয়ালে সড়ক নির্মানে দূর্নীতি ও অনিয়ম
বাবুগঞ্জে বন্ধ হওয়ার পথে বেশিরভাগ কিন্ডারগার্টেন।

বাবুগঞ্জে বন্ধ হওয়ার পথে বেশিরভাগ কিন্ডারগার্টেন।

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি :
করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছর ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে বাবুগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ কিন্ডারগার্টেন স্কুলগুলো। তার সাথে বন্ধ রয়েছে শিক্ষকদের আয়ের পথ। সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা বৈশাখী বোনাস, ঈদ বোনাসসহ সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু কিন্ডারগার্ডেনের শিক্ষকরা কোনো সুযোগ সুবিধা না পাওয়ার ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। এমনকি বন্ধ হওয়ার পথে রয়েছে বেশিরভাগ কিন্ডারগার্ডেন।

কিন্ডারগার্টেন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি অনুদান বা সাহায্য ছাড়াই শুধু অভিভাবকদের দেয়া বেতনে কিন্ডারগার্টেন স্কুলগুলো পরিচালিত হয়। এক বছরের অধিক সময় ধরে বন্ধ থাকায় টিউশন ফি (শিক্ষার্থীদের মাসিক বেতন) পাচ্ছে না এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বকেয়া হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া। মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকসহ এর সাথে সম্পৃক্ত সকল কর্মচারী ও তাদের পরিবার। মানসিক ও অর্থনৈতিক চাপে পথে বসার আতঙ্কে রয়েছেন এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকবৃন্দ।

শিক্ষকরা বলছেন, কিন্ডারগার্টেন স্কুল গুলোতে মাসিক বেতন সামান্য হলেও টিউশন ও কোচিং পড়িয়ে কোন রকম চলেন তারা। বিদ্যালয় বন্ধ থাকায় টিউশন ও কোচিং বন্ধ রয়েছে। ফলে বিদ্যালয়ের বেতন বন্ধ থাকার সঙ্গে বাড়তি রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। এতে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষক কর্মচারী বিকল্প আয়ের পথ খুঁজছেন।

বাবুগঞ্জ উপজেলার কিন্ডারগার্ডেন স্কুল সংগঠনের নেতারা বলছেন, গত বছরের মার্চ মাস থেকে বিদ্যালয় বন্ধ থাকায় সব ধরণের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান চালাতে অনেক খরচ রয়েছে। অনেক প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন এবং ভবনের ভাড়া দিতে পারছেন না। যার ফলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে।

বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের নির্বাহী সদস্য ও ইসলামী প্রি- ক্যাডেট স্কুল ( কিন্ডারগার্টেন) এর চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মাহাবুব জানান, বাবুগঞ্জ উপজেলায় ২৫ টির অধিক কিন্ডারগার্টেন রয়েছে। সরকারি নির্দেশনা মেনে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারি ও এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রণোদনা ও সহযোগিতা পেলেও আমাদের কিন্ডারগার্টেন স্কুলের সংশ্লিষ্টরা কিছু পাননি। কিন্ডারগার্টেন ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করেও কোন ধরনের সুযোগ সুবিধা পাননি। এছাড়াও তিনি বলেন, অভিভাবকরা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বেতন দিচ্ছেন না। কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান গুলো পূর্বের অবস্থানে ফিরে যেতে সরকারী সহায়তা কামনা করেন।

উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া এলাকায় অবস্থিত ফুলকুরি আদর্শ কিন্ডারগার্টেন এর পরিচালক মোঃ আরিফ হোসেন লিমন জানান, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় অভিভাবকরা বেতন দিচ্ছেন না। শিক্ষকদের বেতন কিভাবে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিভাবকরা বেতন না দেওয়ায় শিক্ষকদের বেতন দিতে পারছিনা। এমনকি অনেক শিক্ষক অন্য পেশা বেছে নিয়েছেন।
বেসরকারি প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করে আসছে। তাছাড়া শিক্ষার মানের দিক থেকেও তারা অনেক এগিয়ে। তাই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বাবুগঞ্জ উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন এর পরিচালক ও প্রতিষ্ঠান প্রধানরা।

প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকবর কবির জানান, কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা বা সাহায্য সহযোগিতার জন্য সরকারি কোন নির্দেশনা আসেনি। তবে তিনি বিষয়টি উপরস্থ কর্মকর্তাদের অবহিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019