০৮ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং মাহমুদ হাসান রনি, ঘোড়াঘাটে কোটি টাকা নিয়ে কর্মকর্তা উধাও খাদ্য গুদাম সিলগালা রহমতপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে প্রতিবন্ধীর নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা
বাবুগঞ্জে উৎকন্ঠায় সাধারণ মানুষ জীবন- জীবিকা নিয়ে বিপাকে।

বাবুগঞ্জে উৎকন্ঠায় সাধারণ মানুষ জীবন- জীবিকা নিয়ে বিপাকে।

Exif_JPEG_420

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারের বেধে দেওয়া লকডাউনে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ভিতরে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে । একদিকে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধিতে জনজীবনে আতংক এবং রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি । অপরদিকে সরকারের বেধে দেওয়া লকডাউন। সব মিলিয়ে সাধারণ মানুষের মাঝে উৎকন্ঠা বা উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেমন করে সাধারণ মানুষ তাদের জীবিকা নির্বাহ করবেন তা অনেকটাই অনিশ্চিত। গত বছরে লকডাউনে জনগণের সহায়তায় সরকার এবং সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেও এবারের চিত্র ভিন্ন।
গতকাল সোমবার বিকালে লকডাউনের ৫ম দিনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার গুলো জনশূন্য দেখা গেছে। বিভিন্ন বিপনি-বিতানে ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। অধিকাংশ দোকানপাট বন্ধ, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট ছাড়া ।

উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান দিপু সিকদার বলেন, করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারের বেধে দেওয়া লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় বাজারে কোন ক্রেতা আসছে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখায় তাদের লোকসানে পরতে হচ্ছে । এভাবে চলতে থাকলে অনেক ব্যবসায়ী ব্যবসা বানিজ্য থেকে মুখ ফিরিয়ে নিবেন।

বাবুগঞ্জ বন্দর বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, করোনার সংক্রমণের কারনে প্রায় এক বছর যাবত ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান সাজানোর জন্য ব্যাংক থেকে লোন নিয়েছি। আবার দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করেছেন। এভাবে চলতে থাকলে সংসার চালানো এবং ব্যাংকের লোন পরিশোধ করা দুষ্কর হয়ে যাবে।

বাবুগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সুমন জানান, লকডাউনের জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। তাছাড়া লকডাউনের জন্য আগের মত ক্রেতা আসছেনা। বেচাকেনা আগের চেয়ে অনেক কম। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে।

অপরদিকে করোনাভাইরাসের প্রভাবে হোম কোয়ারেন্টাইনে থাকায় আয় রোজগার বন্ধ হয়ে গেছে অধিকাংশ শ্রমিকের। এমনকি অনেক মানুষ চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

দরিদ্র পরিবারের সদস্যদরা জানান, গত বছর অনেকে সাহায্য সহযোগিতা করলেও এ বছর কেউ এগিয়ে আসছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019