২১ নভেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনিত প্রার্থী মশিউরের নির্বাচনী কার্যালয়ের উদ্ধােধনী অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক দুলাল বলেন দেহেরগতি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে মশিউর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সবাইকে আহ্বান জানান। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমানকে আবারও নির্বাচিত করতে হবে। তিনি মোঃ মশিউর রহমানকে স্বচ্ছ ও সৎ রাজনৈতিক নেতা আখ্যায়িত করে বলেন, তাঁকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে দেহেরগতি ইউনিয়নের উন্নয়ন আরও বেগবান হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মশিউর রহমানের ৭ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক মোঃ শাহজাহান প্যাদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল চিশতি, মোঃ দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজুর রহমান পিন্টু,আ’লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আকন, আ’লীগ নেতা মোঃ শাহজাহান শিকদার প্রমূখ।