মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০২:০৫ অপরাহ্ন
সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪০বছর পূর্তি উপলক্ষে নীলফামারীতে র্যালি ও সমাবেশ করা হয়েছে।শনিবার(২০ মার্চ)সকাল ১১টায় শহরের কালিবাড়ি মোড় থেকে শুরু করে র্যালিটি বঙ্গবন্ধু চত্বর ঘুরে চৌরঙ্গি মোড়ে এসে মানববন্ধন সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারিনী মোহন অধিকারী।বক্তব্য দেন, কৃষক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ক্ষেত মুজর সমিতির ওয়াহিদুজ্জামান সরকার, প্রিন্স চাকলাদার, মনি সিংহ প্রমুখ। বক্তারা গ্রামীণ লুটপাট বন্ধ, অবিলম্বে পল্লী রেশনিং চালু করণ ছাড়াও দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ঠেকাতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।এছাড়াও সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা, ভাংচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করা হয়।