৩০ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সিলেটে রাতে বৃষ্টি, দিনে অসহ্য গরম নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোন প্রকার সুযোগ-সুবিধা প্রদান কিংবা পক্ষপাতিত্ব করলে তাৎক্ষণিক সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- চুয়াডাঙ্গায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব ঝালকাঠিতে যানবাহন থেকে ক্ষতিকর এলইডি লাইট অপসারণের অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ বানারীপাড়ায় বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতা-কর্মী খালাস নলছিটির মাদক সম্রাট খলিল পুলিশের হাতে আটক রাজাপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুরে মেলার নামে চলছে জুয়া,মোটা অংকের টাকার মিনিময়ে অবৈধ সব বৈধ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রী সেঃ রেকর্ড, বানারীপাড়ায় ইতালি প্রবাসীর পক্ষ থেকে তীব্র তাপদাহে পানি ও স্যালাইন বিতরণ পার্বত্য চট্টগ্রামের বন ঝুঁকিপূর্ণ! সংরক্ষণের জন্য এর জরিপ করা প্রয়োজন-পার্বত্য প্রতিমন্ত্রী
বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টা মামলায় ভাতিজাসহ নবনির্বাচিত কাউন্সিলর আকবর সরদার জেলহাজতে। আজকের ক্রাইম-নিউজ

বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টা মামলায় ভাতিজাসহ নবনির্বাচিত কাউন্সিলর আকবর সরদার জেলহাজতে। আজকের ক্রাইম-নিউজ

বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় আদালতের রেকর্ড সহকারীকে হত্যা প্রচেষ্টা মামলায় ভাতিজাসহ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর এসএম আকবরের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ২৮ ফেব্রুয়ারী রোববার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কাউন্সিলর এসএম আকবর,তার ভাতিজা উপজেলা পরিষদের এমএলএসএস বিপ্লব সরদার,ফায়জুল হক ও শাহিন সরদার জামিনের প্রার্থণা করলে বিচারক আমিনুল ইসলাম এস এম আকবর ও বিপ্লব সরদারের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। অপর দু’ আসামী ফায়জুল হক ও শাহিন সরদারের জামিন মঞ্জুর করা হয়। উল্লেখ্য আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীণ জামিনে ছিলেন। নিম্ম আদালত থেকে তারা স্থায়ী জামিন প্রার্থণা করেছিলেন। মামলা সূত্রে জানাগেছে ১০ জানুয়ারি রবিবার বিকেল ৫ টার দিকে বরিশাল যুগ্ম-জেলা জজ ১ম আদালতের রেকর্ড সহকারী আক্তারুজ্জামান ডলার তার কর্মস্থল বরিশাল আদালত হতে বানারীপাড়ার উদ্দেশ্যে আসার পথে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের কুন্দিহার বায়তুল আমান সড়কের ব্রিজের সামনে সন্ধ্যা ৬ টার দিকে পৌছা মাত্র আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় দাঁ, লোহার রড ও লাঠি সোটা নিয়ে তার পথরোধ করে। এসময় বিভিন্ন বিষয়াদি নিয়ে তর্ক-বিতর্ক করার এক পর্যায়ে তাকেএলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। কাউন্সিলর এস এম আকবর তার হাতে থাকা দাঁ দিয়ে তার মাথা লক্ষ করে কোপ দিলে তার মাথা কেটে যায় বলেও বাদী তার এজাহারে উল্লেখ করেন। এছাড়াও মামলায় উল্লেখ করা হয় আহতের পকেট থেকে নগদ ৫ হাজার ৫ শত টাকা জোর পূর্বব ভাবে নিয়ে যায়। ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য ৭০ হাজার টাকা, একটি আইফোন যাহার মূল্য ৭০ হাজার টাকা ও ১০ হাজার টাকা মূল্যের একটি ঘড়িও নিয়ে যায়। এ সময় রেকর্ড সহকারী ডলারের ডাকচিৎকারে স্বাক্ষীসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে উল্লেখিত আসামীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী দিয়ে ঢাকা-মেট্টো-গ-১৭৬৩০১ নম্বরের একটি প্রাইভেট কার যোগে দ্রুত স্থান ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় ডলারকে প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে এসএম আকবর ও তার ভাতিজাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিচারের দাবীতে বানারীপাড়া ছাত্রবন্ধন ফোরাম পৌর শহরে পোষ্টার ও ব্যানার সাঁটায়। আক্তারুজ্জামান ডলারের স্ত্রী মৌমিতা আলম বন্যা (৩০) বাদী হয়ে ১১ জানুয়ারি বানারীপাড়া থানায় হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও তৎকালীন প্যনেল মেয়র এসএম আকবর তার ভাতিজা মো. ফজলুল হক সরদার, মো. শাহিন সরদার ও বিপ্লব সরদার এছাড়াও আরও ৩/৪ জনকে ওই মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়। ২০ জানুয়ারী প্যানেল মেয়র এসএম আকবরসহ মামলার অপর আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তিকালীন জামিন নেন। জামিন নিয়ে এলাকায় ফিরে ২৬ জানুয়ারী বিকালে আসামীরা ডলারের বাড়িতে গিয়ে ও পথের মধ্যে সাক্ষীদের পেয়ে ৭দিনের মধ্যে মামলা তুলে না নিলে হাত-পায়ের রগ কেটে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয় এবং লোকজন দিয়ে তার বিরুদ্ধে সাঁটানো পোষ্টার ও ব্যাঁনার ছিড়ে ফেলা হয়। ফলে জীবনের নিরাপত্তা চেয়ে আক্তারুজ্জামান ডলার বানারীপাড়া থানায় ২৭ জানুয়ারী রাতে সাধারণ ডায়েরী করেন। গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ১ ভোটের ব্যবধানে এসএম আকবর পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন। ওই নির্বাচন প্রত্যাখান করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান জেলা প্রশাসক ও জেলা রির্টার্নি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019