২১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় রবিউল ইসলাম সাদ্দাম (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
২৮শে এপ্রিল রবিবার রাত পৌনে ৯ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কৈবর্তখালি গ্রামের ক্লাব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম উপজেলার পশ্চিম পুটিয়াখালি গ্রামের মোঃ ইউনুছ হাওলাদারের ছেলে ও স্টারশীপ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে রাজাপুর থানার পরিদর্শক ফিরোজ আলম জানান, ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাস চাপা দিলে মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।