২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পুলিশি তৎপরতায় স্বাভাবিক জীবনে ফেরার শপথ করলেন ১২ (বারো) জন মাদক ব্যবসায়ী। আজকের ক্রাইম-নিউজ

পুলিশি তৎপরতায় স্বাভাবিক জীবনে ফেরার শপথ করলেন ১২ (বারো) জন মাদক ব্যবসায়ী। আজকের ক্রাইম-নিউজ

আজকের ক্রাইম ডেক্স

ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন। যার প্রেক্ষিতে দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে নানামুখী তৎপরতা শুরু করেছেন। পুলিশি তৎপরতায় অতিষ্ঠ হয়ে ভারত সীমান্তবর্তী মাদক অধ্যূষিত দামুড়হুদা থানার (১) মোঃ সোহেল (৩০), পিতা-মোঃ মোমিন আলী, সাং-জয়রামপুর, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (২) মোঃ নাজমুল হোসেন (২৫), পিতা-মৃত নজরুল হোসেন, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। (৩) খোকন (৩০), পিতা-তেলা, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৪) কামরুল (৩২), পিতা-আনছার আলী, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৫) বারেক আলী (২৮), পিতা-মোঃ আকমল, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৬) মোঃ শরিফ (৪০), পিতা-শাহাদত আলী, সাং-তমালতলা জয়রামপুর, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৭) নয়ন (৩২), পিতা-হিয়া আলী, সাং-জয়রামপুর বারইপাড়া, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৮) মোঃ শরিফ (৪২), পিতা-আব্দুল হামিদ, সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (৯) আশাদুল (৩০), পিতা-মোঃ আনের, সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (১০) মোঃ রকি (৩০), পিতা-হামিদ, সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (১১) মোঃ ইমন (৩০), পিতা-মৃত নুরুল ইসলাম (হামিদের ভাই),সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গা। (১২) মোঃ ফিরোজ (৩৫), পিতা-শহিনুর রহমান, সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা,জেলা-চুয়াডাঙ্গাগন অদ্য ২২.০২.২০২১ খ্রিঃ তারিখ বেলা ১৪.০০ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ে হাজির হন। উক্ত মাদক ব্যবসায়ীগন পুলিশ সুপারের নিকট জীবনে আর কখন মাদক ব্যবসা না করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ করেন। এসময় পুলিশ সুপার সকল মাদক ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ করে নেন।

মাদক ব্যবসায়ীগন তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন তারা দীর্ঘদিন মাদক ব্যবসা করে অনেক টাকা রোজগার করলেও সেই টাকা তাদের শান্তি এনে দেয়নি বরং মানবেতর জীবন যাপন করতে বাধ্য করেছে। ফলে তাদের জীবন অভিশপ্ত হয়ে ওঠে, সেই বিষয়টি উপলদ্ধি করে তারা সকলেই মাদক ব্যবসা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় পুলিশ সুপার চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। বিধায় আসন্ন বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ীকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহŸান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019