২৯ মার্চ ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
গভীর রাতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত পায়ুপথে ৭০ লাখ টাকার সোনা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে দু’ দেশের পতাকা বৈঠক শেষে ভারতীয় নাগরিককে ফেরত কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ১ ডাকাত গ্রেফতার দামুড়হুদায় নাশকতার মামলায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ সাবেক চেয়ারম্যান,সাবেক ভাইস ঝালকাঠি পৌরসভার দুই খেয়াঘাট ইজারায় হাইকোর্টের স্থগিতাদেশ বাবুগঞ্জে পাট ক্ষেত দিয়ে হাটার প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে জখম টুরিস্ট পুলিশের মতবিনিময় সভা গাজীপুর জেলার শালবন গ্রীন রিসোর্টে সাথে ঝালকাঠিতে জাতীয় দিবস পালন না করায় হাসপাতালের তত্ত্বাবধায়ককে শোকজ ঝালকাঠিতে ভূমি সেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে টিআইবি-সনাকের অধিপরামর্শ সভা
ময়মনসিংহের ভালুকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

ময়মনসিংহের ভালুকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

–এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয় দৈনিক খবর পত্রিকার উপজেলার প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন ও নারী সাংবাদিক লিমার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ও টেলিভিশনের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব সভাপতি এবিএম জিয়া উদ্দিন বাশার বলেন,
সাংবাদিক বান্ধব সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।সারাদেশে বিভিন্ন সময় সংবাদকর্মীদের উপর হামলাসহ সাংবাদিক নির্যাতন, হয়রানি ও সাংবাদিকদের উপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিকরা সমাজের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু সাংবাদিকদের উপর যখন নির্যাতন, হামলা ও হয়রানি করা হয় তখন সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে। সাংবাদিকরা তাদের কলমে মাধ্যমে দেশের বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতির খবর প্রকাশ করে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাপ্তাহিক জয় বানী পত্রিকার সম্পাদক আ খ ম রফিকুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা যে ভূমিকা পালন করে সেই দায়িত্ব ও কর্তব্য পালন করতে যারা বাঁধা প্রদান করে তাদের বিচারের আওতায় আনা হোক। সাংবাদিকদের কলমের মাধ্যমেই দেশের প্রকৃত ঘটনাবলি তুলে আনা সম্ভব। আইন করে কিংবা নির্যাতন করে সাংবাদিকদের কলমের লেখনী বন্ধ করা যাবে না। এজন্য সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান সাংবাদিকরা।’

উল্লেখ্য , দৈনিক খবরপত্র পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ও নারী সাংবাদিক লিমা আক্তার গত ১৪ ই ফেব্রুয়ারি উপজেলার হবিড়বাড়ি ইউনিয়নের খন্দকারপাড়া হামিদের মোড় এলাকায় আবুল কাশেমের স মিলে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে অবৈধ করাতকলের মাধ্যমে চেড়াই করছে এমন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে বনখেকো ও সন্ত্রাসী সোহাগ বাহিনীর

হামলার শিকার হন। এসময় হামলাকারীরা তাদের ক্যামেরা, মেমোরি কার্ড, এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019