২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে তীব্র গরম ও তাপদাহে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রী সেঃ রেকর্ড, বানারীপাড়ায় বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় দর্শনায় তৃষ্ণার্থ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ,স্যালাইন এবং শরবত পানি বিতরণ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক- হেলপার নিহত ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর দুর্বৃত্তদের হামলা চুয়াডাঙ্গায় রাতে বাবাকে নিতে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মুত্যু, দু’ বন্ধু মারাত্নক জখম বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু ! বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে ৬৩৭টি ভূমিহীন পরিবার পাচ্ছে জমি সহ ঘর। আজকের ক্রাইম-নিউজ

মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে ৬৩৭টি ভূমিহীন পরিবার পাচ্ছে জমি সহ ঘর। আজকের ক্রাইম-নিউজ

এম আই সুজন,নীলফামারী প্রতিনিধি॥শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া জমি সহ উপহারের ঘর পাচ্ছেন নীলফামারী জেলার ৬৩৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার। এসব ঘর হস্তান্তরের প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে বলে বৃহস্পতিবার(২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান জেলা প্রশাসক (ডিসি) হাফিজুর রহমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন প্রকল্প ২-এর আওতায় বাস্তবায়িত কর্মসূচিতে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন ‘ক’শ্রেনীর মানুষের বাসস্থান নিশ্চিত কল্পে ২ শতাংশ খাস জমি প্রদান পূর্বক পুনর্বাসনের লক্ষ্যে সারা দেশে প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে নীলফামারী জেলায় ১১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নীলফামারী জেলার ৬ উপজেলায় ৬৩৭ টি ঘর নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে জেলা সদরে ৯৯টি,ডিমলা উপজেলায় ১৮৫টি, সৈয়দপুর উপজেলায় ৩৪টি, ডোমার উপজেলায় ৩৮টি, জলঢাকা উপজেলায় ১৪১টি ও কিশোরীগঞ্জ উপজেলায় ১৪০টি ঘরের নির্মাণ কাজ প্রায় সমাপ্তের দিকে। প্রতিটি ৩৯৪ বর্গফুট আয়তনের ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরে একটি টয়লেট, একটি রান্নার কক্ষ, ইউটিলিটি স্পেস ও বারান্দা রয়েছে। এছাড়া ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।পানি সরবরাহের জন্য জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) ব্যবস্থাপনায় প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে পাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা ও পরিবহন খরচ বাবদ ৪ হাজার টাকা সহ মোট ১লাখ ৭৫ হাজার টাকা।
এ সময় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারী জেলার ঘর গুলো হস্তান্তর করবেন সুবিধাভোগীর কাছে। উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজপাড়া গ্রামের সাথে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত হবেন। উদ্বোধনে গৃহের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি সুবিধাভোগীদের হাতে উপহার স্বরুপ তুলে দেয়া হবে।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, বিভিন্ন জরিপের মাধ্যমে নীলফামারী জেলায় ঘর পাবার যোগ্য ১১ হাজার ২৮৫ পরিবারকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে যাদের জমি ও ঘর কোনটাই নেই তাদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, রেভিনিউ ডেপুটি কালেক্টর বেলায়েত হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর জাহাঙ্গীর হোসাইন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019