২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে তীব্র গরম ও তাপদাহে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রী সেঃ রেকর্ড, বানারীপাড়ায় বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় দর্শনায় তৃষ্ণার্থ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ,স্যালাইন এবং শরবত পানি বিতরণ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক- হেলপার নিহত ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর দুর্বৃত্তদের হামলা চুয়াডাঙ্গায় রাতে বাবাকে নিতে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মুত্যু, দু’ বন্ধু মারাত্নক জখম বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু ! বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রকল্প-ঘর নির্মান কাজ শেষ নাহতে ভেঙ্গে পড়লো আগৈলঝাড়ায়।

প্রধানমন্ত্রীর প্রকল্প-ঘর নির্মান কাজ শেষ নাহতে ভেঙ্গে পড়লো আগৈলঝাড়ায়।

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

“জায়গা আছে, ঘর নেই” এমন অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প থেকে মাথা গোজার আশ্রয় হিসেবে সারা দেশের ন্যয় বরিশালের আগৈলঝাড়ায় এক অসহাদের বসত ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় (রামদেবেরপাড়) গ্রামের অসহায় অনন্ত বাড়ৈ গৃহহীন থাকায় প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে অনন্ত বাড়ৈকে একটি ঘর তৈরি করার জন্য সরকারিভাবে বরাদ্দ হয়। নির্মমানের নির্মান সামগ্রী দিয়ে অসহায়ের বসত ঘর নির্মাণ কাজ শুরুতেই দেয়াল ধ্বসে ভেঙ্গে পরেছে। প্রধানমন্ত্রীর প্রকল্পটি বাস্তবায়ন করছেন প্রকল্প বাস্তবায়ন সভাপতি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় (রামদেবেরপাড়) গ্রামের অসহায় অনন্ত বাড়ৈ জানান, আগৈলঝাড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় অসহায়দের ঘর নির্মানের দায়িত্ব প্রদান করেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, গৈলা ইউপি সদস্য স্থানীয় ঠিকাদার তরিকুল ইসলাম চাঁনকে। ঠিকাদার চাঁন কাজের ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে তার ঘর নির্মানের কাজ শুরু করেন। ঠিকাদার নির্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় নির্মানাধীন তার ঘরের পশ্চিম ও দক্ষিণ পাশের দেয়াল বৃহস্পতি ও শুক্রবার বিধস্ত হয়ে পরেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য প্রদীপ রায় বলেন, কাজের গুনগত মান নিয়ে কথা বলায় ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন আমাকে গালমন্দ করেন।
এব্যপারে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন বলেন, সরেজমিন গিয়ে কাজের মান দেখে উপজেলা নিবাহী কর্মকর্তার কাছে অবহিত করা হবে। তার পরে কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঠিকাদার কাজ করবেন।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের বলেন, ঘর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিন বিষয়টি দেখে রিপোর্ট দেয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সেই পর্যন্ত ঠিকাদারের কাজ বন্ধ থাকবে।
এ ব্যাপারে ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন সাংবাদিকদের বলেন, কাজের মান নির্মমানের হয়নি। বৃষ্টির কারণে পানি জমে ওই দেয়াল ভেঙ্গে পরেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019