বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৭:১০ অপরাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ মৃত্যু ভয় নেই,নেই নাওয়া-খাওয়া
ঘুম কিংবা বিশ্রাম। বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে
আক্রান্ত রোগী শনাক্তে জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন একাকার করে তারা
উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্যাম্পল কালেকশনে (নমুনা
সংগ্রহ)অবিরাম ছুঁেট চলছেন। উপজেলার যেখানেই রোগীর করোনা উপসর্গের খবর
জানছেন সেখানেই তারা নমুনা সংগ্রহে ছুঁটে যাচ্ছেন। নমুনা সংগ্রহ করতে
গিয়ে প্রাণঘাতি করোনা রোগে তারাও আক্রান্ত হতে পারেন যা ছড়িয়ে পড়তে পারে
তাদের পরিবারেও এ ভয়কে পরোয়া না করে দেশ ও মানুষের কল্যাণে ছুঁটে চলা
মানবপ্রেমী এ করোনা যোদ্ধারা হলেন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) গোপাল শীল,ডা. হাফিজুর
রহমান শাকিল (এমওডিসি),এমটি ইপিআই আব্দুল কাদের,সিএইচসিপি সুমন
সিদ্দিকী,এমটি ল্যাব আল-আমিন,স্টোর কিপার শাওন,স্বেচ্ছাসেবক
আরিফ,এমএলএসএস শাওন ও সঞ্জিত । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. এসএম কবির হাসানের তদারকিতে ৯ সদস্যের এ টিম জীবনের ঝুঁকি
নিয়ে এ পর্যন্ত ৬০ জন রোগীর নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতাল ও
ঢাকায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরে
পাঠিয়েছেন। এদের মধ্যে গত ২১ এপ্রিল উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা
গ্রামে মা ও মেয়ের পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাদের বরিশাল শেবাচিম
হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসা দেওয়ার পরে তারা সুস্থ হয়ে বাড়িতে ফেরেন।
১৭ মে বানারীপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রামীণ কল্যাণের ম্যানেজার
আবু আহম্মেদের পরীক্ষায় করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে বরিশাল শেবাচিম
হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়ার এ করোনা যোদ্ধারা
বলেন দেশ ও জাতির এ মহা দূর্যোগ মুহূর্তে ‘মানবসেবায়’ ভূমিকা রাখতে পেরে
আমরা গর্বিত। ‘মানুষ মানুষের জন্য’ মানবসেবার এ মহান ব্রতি নিয়ে দেশ থেকে
প্রাণঘাতি করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ
অব্যাহত থাকবে। দেশ ও জাতির জন্য যদি আমাদের মৃত্যুকে আলিঙ্গনও করতে হয়
তবু কোন দুঃখ নেই। ###