০৭ মে ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “ দর্শনার মাদিনাতুল উলুম মাদ্রাসায় অভিভাবক সম্মেলন,নাজেরা ও হিফ্জুল কুরআান বিভাগের ক্লাস উদ্বোধন বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা বরগুনায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক করোনা আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক করোনা আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

অনলাইন ডেস্ক:: মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার বিকালে ‘নিপসম’ থেকে এ রিপোর্ট পাওয়া পর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। জেলা প্রশাসক বলেন- “কোনো রকম উপসর্গ এখনও দেখা যায়নি। আপনারা সবাই দোয়া করবেন।”
তিনি জানান, এরআগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েবের করোনাভাইরাস শনাক্ত হয়। তার সাথে মিটিং করার কারণে জেলা প্রশাসনের সব কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গত ১৪ মে জেলা প্রশাসকের নমুনা পরীক্ষার জন্য নিপসম এ পাঠানো হয়।

এরমধ্য থেকে রোববার জেলা প্রশাসক ছাড়াও প্রশাসনের আরেক কর্মকর্তার করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি ৪২ বছর বয়সী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। তিনিও তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন জানান প্রশাসনের এ কর্মকর্তা।

মনিরুজ্জামান তালুকদার সম্মুখযোদ্ধা হিসাবে মুন্সীগঞ্জ জেলার করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া কর্মহীন দরিদ্র মানুষের কাছে যথাযথভাবে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বেদে সম্প্রদায়সহ তৃণমূল মানুষকে মানবিক সহায়তা পৌঁছাতে সরেজমিন বিভিন্ন এলাকায়ও যান তিনি। জেলাবাসীর স্বার্থে সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণও করেন।

রোববার বিকালে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ২৩৪টি নমুনার রিপোর্ট আসে রোববার। ‘নিপসম’ থেকে ১৪ ও ১৫ মে পাঠানো নমুনার এ রিপোর্টে ৩৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

এরমধ্যে সিরাজদিখানের দুইজনের ও সদরে একজনের ফলোআপ রয়েছে। নতুন ৩৫ জনের মধ্যে শ্রীনগর উপজেলায় ৩, গজারিয়ায় উপজেলায় ৬, সিরাজদিখান উপজেলায় ৫, টঙ্গীবাড়ি উপজেলায় ৫, লৌহজং উপজেলায় ৩ ও সদর উপজেলায় ১২ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৯৯ জনে।

নতুন করে শ্রীনগরে একজন সুস্থ হওয়ায় জেলায় ৫৩ জন করোনাভাইরাস জয় করলেন বলেও জানান তিনি।’
সূত্র: বিডিনিউজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019