২০ এপ্রিল ২০২৪, ০২:২৪ অপরাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
উজিরপুরে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া সেই বৃদ্ধার লাশের পরিচয় মিলেছে

উজিরপুরে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া সেই বৃদ্ধার লাশের পরিচয় মিলেছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/

বরিশালের উজিরপুরের জয়শ্রী বাজারের অদুরে ভরসাকাঠী গ্রামে জমি থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত বৃদ্ধার লাশের পরিচয় মিলেছে। সে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের আ. রব খলিফার স্ত্রী রাজিয়া বেগম (৬০)। গত ৩ দিন পূর্বে শনিবার তার স্বামী রব খলিফার সাথে কাজিসা গ্রামে মেয়ের বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন। পথে বাকী আলী ব্রীজ নামক এলাকা থেকে রাজিয়া বেগম তার স্বামীর কাছ থেকে ১শত টাকা নিয়ে বাবার বাড়ি পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী গ্রামে যাওয়ার কথা বলে চলে যায়। এরপর সে নিখোজ হয়। ১১ মে সোমবার দুপুরে উজিরপুর থানা পুলিশ উজিরপুরের জয়শ্রী বাজার সংলগ্ন নুরু হাওলাদারের জমিতে পরে থাকা বৃদ্ধার লাশ উদ্বার
করে। সোমবার রাতে রাজিয়া বেগমের ছেলে আমিনুল খলিফা ছবি দেখে লাশ তার মা রাজিয়া বেগমের বলে শনক্ত করেন। জানা গেছে তার মানসিক সমস্যা ছিলো।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল আহসান জানান, উদ্ধার হওয়া বৃদ্ধার লাশে কোন অঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটির ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তার মূত্যু’র আসল রহস্য উদঘাটিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019