২০ নভেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনী কর্তৃক দুস্থ ও অসহায়দের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
৮মার্চ রবিবার লক্ষ্মীছড়ি জোন সদরে এ অনুদান বিতরণ করা হয়। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: শাহরিয়ার জামান এ অনুদান বিতরণ করেন। এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলমসহ অন্যান্য সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, বিভিন্ন এলাকার ৯জন নারী, পুরুষ ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।