২০ নভেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অদ্য ২৭/০১/২০২০ তারিখ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আবদুল হালিম-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর ও র্যাব-৮, পটুয়াখালী-এর যৌথ সহযোগিতায় বরগুনা জেলার সদর উপজেলার কুমড়াখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায়:
ক) মেসার্স সনি ব্রিকস, প্রো: মো: সালাউদ্দিন মল্লিক, কুমড়াখালী, বরগুনা সদর, বরগুনাকে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ১০ (দশ) লক্ষ টাকা জরিমানা করা হয়।
খ) মেসার্স এইচ বি আর ব্রিকস, প্রো: মো: শহিদুল আহসান, কুমড়াখালী, বরগুনা সদর, বরগুনাকে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড অথবা ১০ (দশ) লক্ষ টাকা জরিমানা করা হয়।
Show quoted text