২১ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মৃধা জুয়েল///
বাকেরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিয়ামে সকাল ১০ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ মানিক হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ ইলিয়াস, বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর শিউলি বেগম, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দাানিসুর রহমান লিমন, সেইন্ট বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আয়শা সিদ্দিকা, সিআরপি প্রতিনিধি অনুপ কুমার কুন্ড, সিআরপির ডিবিশনাল সিবিআর কো-অর্ডিনেটর বিলাশ ফলিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি তালুকদার মোঃ জুয়েল, দৈনিক মানব জমিনের জাকির জমাদ্দার, বাংলা টিভির এস এম পলাশ, দৈনিক বরিশালের কথার শফিকুল আলম নাসির, ৭১ টিভির দীন মোহাম্মদ দীনু সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।