শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১২:৫৪ অপরাহ্ন
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি দেশীয় তৈরি (এলজি) অস্ত্রসহ সেনাবাহিনীর অভিযানে আটক সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নাম্বার-০১,তাং ৩০.১২.২০১৯খ্রী.।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলার সমুরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি এলজি পিস্তল, গোলাবারুদ, তিনটি মোবাইল, চাঁদা আদায়ের রশিদ-লিফলেট, চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার করা হয়।
গত ২৯ ডিসেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের একটি টহল লক্ষ্মীছড়ি বাজার থেকে ইউপিডিএফ (মূলদল) এর সদস্য মৃত রাঙ্গা চাকমার ছেলে পেক্ষা চাকমাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর রবিবার রাতে অভিযান চালিয়ে পেক্ষ্যা চাকমার বাড়ী থেকে অস্ত্র ও একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলি উদ্ধার করে যৌথ বাহিনী।
লক্ষ্মীছড়ি থানার ওসি (তদন্ত) মো. বায়েছুল ইসলাম সাংবাদিকদের জানান, এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।