১৯ এপ্রিল ২০২৪, ০১:২৭ অপরাহ্ন, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছায সিক্ত মেনন বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যুবকের আত্নহত্যা, বাড়িতে খালু শ্বশুরের ঘুষি, সালিশে মেম্বারের দেওয়া থাপ্পড় না কি স্ত্রীর ওপর অভিমান বাবুগঞ্জে আওয়ামী লীগের সভাপতির সাথে ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ৫’শ পেঁপে গাছ কেটে দেয়ার প্রতিবাদে কৃষকজোটের মানববন্ধন ও সমাবেশ বাবুগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন গাবখান সেতুর টৌলপ্লাজায় ভয়াভয় দূর্ঘটনায় দায়ী ঘাতক ট্রাকচালক ও সহযোগী আটক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গলায় তিল থাকা নারীদের যেসব গুণ থাকে বরিশালে হাসপাতালের প্রিজন সেলে খুনের ঘটনায় ৩ কারা পুলিশ বরখাস্ত
র‌্যাব-৮, এর অভিযানে পিরোজপুরের নাজিরপুর থেকে ০৪ ভূয়া ডাক্তার আটক। আজকের ক্রাইম নিউজ

র‌্যাব-৮, এর অভিযানে পিরোজপুরের নাজিরপুর থেকে ০৪ ভূয়া ডাক্তার আটক। আজকের ক্রাইম নিউজ

র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে পিরোজপুরের নাজিরপুর থেকে ০৪ ভূয়া ডাক্তার আটক।

র‌্যাব-৮, বরিশাল প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, খুনসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফলভাবে কার্যক্রম পরিচালিত করে আসছে। এসবের পাশাপাশি র‌্যাব-৮ অন্যান্য বিভিন্ন জনকল্যাণমূখী কাজ ও করে থাকে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবৎ পিরোজপুর জেলার নাজিরপুর থানধীন গাওখালী বাজারে কয়েকজন ভূয়া ডাক্তার লোকজনকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮, বরিশালের একটি আভিযানিক দল ঐ এলাকায় জনাব আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পিরোজপুর ও ডাঃ মোঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন এর অফিস পিরোজপুর এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং হাতেনাতে সুব্রত মজুমদার, মোঃ আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ ও মোঃ নিয়াজ মাহবুব’কে আটক করে। তারা সহজ সরল মানুষকে ডাক্তার পরিচয় দিয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে যা খুবই বিপজ্জনক। তারা তাদের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয় এবং মোবাইল কোর্টের সামনে তাদের দোষ স্বীকার করে। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী আটককৃত সুব্রত মজুমদার, মোঃ আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ এই তিনজনকে প্রত্যেকে ০৬ মাসের জেল এবং মোঃ নিয়াজ মাহবুব অল্প কিছুদিন এই ব্যবসায় শুরু করায় প্রাথমিক ভাবে ১০,০০০ টাকা জরিমানা করেন ও সতর্ক করেন। তাছাড়া একটি ফার্মেসীকে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০,০০০ টাকা জরিমান করা হয়। এ সময় ডাঃ মোঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন এর অফিস পিরোজপুর প্রসিকিউশন দাখিল করেন।

ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019