২১ নভেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ভোলার সদর হাসপাতালে র্যাব-৮ এর অভিযানে দালাল চক্রের মূল হোতাসহ আটক ০৫।
ভোলা সদর হাসপাতালে দালাল চক্রের উৎপাত চলছে এমন সংবাদ প্রাপ্তিতে র্যাব-৮, বরিশালের একটি আভিযানিক দল দালাল চক্র ধরতে ভোলা সদর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং হাতে নাতে দালাল চক্রের মূল হোতা মোঃ আমির হোসেন সেন্টু (৫০) সহ ০৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাকি ০৪ জন হলেন মোঃ আবুল কাশেম (৬০), মোঃ আক্তার (৪৫), মোঃ আহাদ (২৪) এবং মোঃ হোসেন (২৮)। এ সময় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রিদওয়ানুল ইসলাম প্রথম ০৪ জনকে ১ মাস করে কারাদন্ড এবং মোঃ হোসেনকে ৫০০/- জরিমানা করেন।
দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ফার্মেসির এজেন্ট। তারা হাসপাতালে আগত রোগীদের বিপদের সময়ের দুর্বলতার সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যায় এবং নিদিষ্ট ফার্মেসি থেকে ঔষধ কিনতে বাধ্য করে। এভাবে সহজ-সরল রোগীদেরকে একটি চক্রের মধ্যে ফেলে তাদের প্রত্যাশিত সরকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে উচ্চ মূল্যে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করিয়ে আর্থিক ক্ষতি সাধন করে। বিনিময়ে দালালেরা ঐ সমস্ত প্রতিষ্ঠান থেকে কমিশন লাভ করে। র্যাব-৮ দালালদের সমূলে উৎপাটনে বদ্ধ পরিকর।
র্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।