২১ নভেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা, জাবারাং কল্যাণ সমিতি, আলো, কাবিদাং, ওয়াইডাব্লিউসিএ, দুর্বার নেটওয়ার্ক, নারীপক্ষ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম-বাংলাদেশ, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর অংশগ্রহণে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চের আয়োজনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
২৫নভেম্বর খাগড়াছড়ি জেলা সদর শাপলা চত্বরে ‘নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা’’ পরিচয়ে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বেসরকারি সংস্থা কাবিদাং এর নির্বাহী পরিচালক ও টিআইবি-খাগড়াছড়ি সনাকের সদস্য লালসা চাকমার সভাপতিত্বে ও দি কার্টার সেন্টারের তথ্যবন্ধু ও ট্রেনিং অফিসার গিতিকা ত্রিপুরার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু দাউদ, সচেতন নাগরিক কমিটি (সনাক)খাগড়াছড়ির সদস্য অংসুই মার্মা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রতিনিধি কাজল বরন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি ও দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার খাগড়াছড়ি জেলার প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিঅংগ্য মারমা, খাগড়াছড়ি সনাকের ইয়েস প্রতিনিধি নিশি ত্রিপুরা প্রমূখ। এসময় দিবসটি উপলক্ষে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন।
বক্তারা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বলেন, সা¤প্রতিক সময়ে আশঙ্কাজনকহারে নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে, গণপরিবহনে এবং পাবলিক প্লেসে। অনেক নারী ও শিশু নির্যাতনের মামলা হচ্ছে না এবং মামলা হলেও তার সুষ্ঠু বিচার হচ্ছে না। সহিংসতার এই ক্রমবৃদ্ধিতে আমরা বিক্ষুব্ধ, হতাশ এবং চরম উদ্বিঘ্ন। এই সব অপরাধ প্রতিরোধে ও সুষ্ঠু বিচার করতে রাষ্ট্র যেন অপারগ। রাষ্ট্র ও সরকারের এমন নিষ্ক্রীয়তায় আমরা স্তব্ধ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিবৃন্দ, দেশবরেণ্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ব্যক্তিত্বসহ বিভিন্ন সংগঠন উক্ত অনশনে সংহতি জানান।