১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শেখ হাসিনাকে ফোনে ‘আপা আপা বলা’ আ.লীগ কর্মী তানভীর বহিষ্কার ম্যাজিস্ট্রেসি পাওয়ার : সেনাবাহিনী কী কী করতে পারবে বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে জখম সিলেট আলিয়ার মাঠে বিএনপির সমাবেশে লোকে লোকারণ্য সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এলোপাতারী মারপিটের ঘটনায় থানায় অভিযোগ বাংলাবান্ধায় পুর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা দুটি মামলা ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামল আটক ৭ ঝালকাঠি সদর হাসপাতাল ও নার্সিং কলেজসমূহের উদ্যোগে পতাকা মিছিল বরিশালে বিএনপির আন্তর্জাতিক বিশ্ব গনতন্ত্র দিবস পালিত ও সমাবেশ। নেতাকর্মী ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা দিলো আ.লীগ ভোলায় অভিযানে অস্ত্রসহ ইউপি সদস্য আটক
ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাতআব্দুল্লাহ ব‌লেছেন

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাতআব্দুল্লাহ ব‌লেছেন

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাতআব্দুল্লাহ ব‌লেছেন, পৃ‌থিবী‌তে য‌তো দেশে আজ উন্নত হ‌য়ে‌ছে, তা‌দের দে‌শের মানুষ কর ঠিকভা‌বে প‌রিশোধ ক‌রে‌ছেন।

আজ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে দেশকে এ‌গি‌য়ে ‌নি‌য়ে যাওয়া হ‌চ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার‌নে আত্ম‌নির্ভরশীল হ‌য়ে আজ আমরা বি‌শ্বে মাথা উচু ক‌রে দাঁড়া‌তে পা‌রছি।

ব‌রিশাল কর অঞ্চ‌লের আ‌য়োজ‌নে (১৪ ন‌ভেম্বর) সকাল ১০ টায় নগ‌রীর ক্লাব রোডস্থ ব‌রিশাল ক্লা‌বে আয়কর মেলা ২০১৯ এর উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

‌মেয়র সা‌দিক ব‌লেন, আমরা যে যার নিজ নিজ জায়গা থে‌কে য‌দি স‌ঠিক ভা‌বে দা‌য়িত্ব পালন ক‌রি, তাহ‌লে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও ডি‌জিটাল বাংলা‌দে‌শের আ‌র্কি‌টেক্ট স‌জিব ওয়া‌জেদ জ‌য়ের যে চিন্তাভাবনা, পরিকল্পনা ও প্র‌চেষ্টা তা সফল হ‌বে।

ব‌রিশাল অঞ্চ‌লের কর ক‌মিশনার মোঃ খাইরুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান-‌বি‌পিএম বার, ব‌রিশাল ‌চেম্বার অব কমা‌র্স অ্যান্ড ইন্ড‌া‌ষ্ট্রিজ এর সভাপ‌তি ও সদর উপ‌জেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

‌বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান ব‌লেন, আমরা উন্নয়‌নের মহাসড়‌কে র‌য়ে‌ছি, আমরা উন্নত বাংলা‌দেশ চাই। আ‌গে আমা‌দের অভ্যন্তরীন সম্পদ আ‌হোরণ হ‌তো না, ফ‌লে বিশ্ব‌ব্যাংকসহ বি‌ভিন্ন সংস্থার ওপর নির্ভরশ‌ীল থাক‌তে হ‌তো। কিন্তু স‌রকার অভ্যন্তরীন সম্পদ আ‌নোহ‌নের মধ্য দি‌য়ে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌চ্ছে। আর এখন আমরাও আত্ম‌নির্ভরশীল হ‌য়ে বা‌হি‌রের সাহায্যর দি‌কে তাকা‌তে হয় না।

অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন ব‌রিশাল অঞ্চ‌লের অ‌তি‌রিক্ত কর ক‌মিশনার মোঃ আবুল বাসার আকন।

উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল অঞ্চ‌লের যুগ্ম কর ক‌মিশনার মোঃ‌ লুৎফর রহমান, উপ কর ক‌মিশনার আনন্দ কুমার সাহা, সহকারী কর ক‌মিশনার এস এম গাউস ই নাজ, মোঃ মনজুর রহমান প্রমুখ।

বিভাগীয় পর্যা‌য়ের এ মেলা আজ ১৪ নভেম্বর থে‌কে শুরু হ‌য়ে চল‌বে আগামী ২০ ন‌ভেম্বর পর্যন্ত। ব‌রিশাল ক্লা‌বে বিভাগীয় পর্যা‌য়ের এ মেলা প্র‌তি‌দিন সকাল সা‌ড়ে ৯ টা থে‌কে বি‌কেল ৫ টা পর্যন্ত চল‌বে। মেলায় কর প্রদানকারী‌দের জন্য ১৭ টি বুথের ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। যেখান থে‌কে নাগ‌রিকরা যে‌কোন ধরনের সেবা পা‌চ্ছেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019