০৬ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, সোমবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান কাবিননামায় দেনমোহর নিয়ে প্রতারণা, স্ত্রী গ্রেফতার গৌরনদীতে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দামুড়হুদায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ ছাত্রলীগ নেতা জুয়েলের গণসংযোগ দর্শনার রেলবাজারের আলোচিত গাজা ব্যবসায়ী তহমিনা গ্রেফতার ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে সুজনকে পিটিয়ে হত্যা, বাবা ও ভাই গ্রেপ্তার ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন
শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে কি-না তা খতিয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে কি-না তা খতিয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সারাদেশে শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে কি-না, তা খতিয়ে দেখতে বরিশালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ নভেম্বর) বিকেলে নগরের সদর রোড ও বগুরা রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা বরিশালের কোচিং সেন্টারগুলো মানছে কি-না, সেটি নজরদারির লক্ষ্যেই এ অভিযান।

তিনি বলেন, অভিযানে বাচ্চাদের কিছু কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। তবে সবাইকে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনার সঙ্গে যাতে কেউ জড়িত হতে না পারে, সেই বিষয়েও সবাইকে সচেতন হতে বলা হয়েছে।

এ ধরনের সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019