২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
রাশেদ খান মেননকে তার বক্তব্য প্রত্যাহার সহ জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন। এতদিন শেখ হাসিনার জয়গান করেছেন, এখন মন্ত্রীত্ব না পাওয়ার বেদনায় আপনি এই অশালীন কথা বলে আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তার ওই বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ।
আজ বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগ কাছিপাড়া ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এই কথা বলেন।
কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মান্নান ও বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার প্রমূখ।
ত্রিবার্ষিক ওই সম্মেলনে বাবুল আখতারকে সভাপতি এবং শহিদুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।