২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে তীব্র গরম ও তাপদাহে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রী সেঃ রেকর্ড, বানারীপাড়ায় বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় দর্শনায় তৃষ্ণার্থ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ,স্যালাইন এবং শরবত পানি বিতরণ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক- হেলপার নিহত ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর দুর্বৃত্তদের হামলা চুয়াডাঙ্গায় রাতে বাবাকে নিতে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মুত্যু, দু’ বন্ধু মারাত্নক জখম বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু ! বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোন অধিকারে চারজন মু’সুল্লীর জীবন কেড়ে নিল পু’লিশ: আসিফ নজরুল

কোন অধিকারে চারজন মু’সুল্লীর জীবন কেড়ে নিল পু’লিশ: আসিফ নজরুল

কোন অধিকারে চারজন মু’সুল্লীর জীবন কেড়ে নিল পু’লিশ: আসিফ নজরুল
আজ ২১ অক্টোবর সোমবার সকালে নিজের ফেসবুকে ভোলার ঘটনা নিয়ে একটি স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল। পাঠকদের জন্য হুবহ তুলে ধ’রা হল-

‘ভোলা-র ঘটনায় পু’লিশের বি’রুদ্ধেও ত’দন্ত করতে হবে। কোন অধিকারে, কি পরিস্থিতিতে তারা এমন নির্বিচার গু’লি করলো? কোন সাহসে এতো মানুষকে আ’হত করলো, এমনকি চারজন মু’সুল্লীর জীবন কেড়ে নিল? এসবের বিচার করতে হবে।পু’লিশকে বুঝতে হবে কোন মানুষের জীবন এতো সস্তা না।’

এর আগে গতকাল রবিবার সকালে ভোলার বোরহানউদ্দিনে হিন্দু ধ’র্মালম্বী এক ব্যক্তি আল্লাহ ও রাসুল (স:) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সাধারণ মু’সুল্লিদের ডা’কা বি’ক্ষোভ কর্মসূচিতে পু’লিশের সঙ্গে ব্যাপক সং’ঘর্ষের ঘটনা ঘটে। রবিবার সকাল থেকে শুরু হওয়া সমাবেশে হঠাৎ পু’লিশের সঙ্গে সাধারণ জনতার এ সং’ঘর্ষ শুরু হয়।

এ ব্যাপারে ভোলার পু’লিশ সুপার সরকার মোহাম্ম’দ কায়সার গণমাধ্যমকে তিনজনের মৃ’ত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, চারজন নি’হত হয়েছে।এদিকে নি’হতরা হলেন, শাহিন, মাহবুব, মাহফুজ ও মিজান। এদের মধ্যে একজন কলেজছাত্র এবং একজন মাদ্রাসাছাত্র বলে জানা গেছে।

জানা যায়, ফেসবুকে কটূক্তির অ’ভিযোগ এনে রবিবার সকালে এই সমাবেশের আয়োজন করা হয়। সময়ের আগে সমাবেশ শেষ করতে বলায় মু’সল্লিদের মধ্যে উত্তে’জনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পু’লিশ কর্মক’র্তাদের অব’রুদ্ধ করে রাখে জনতা। পরে পু’লিশ গু’লি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বিপ্লব চন্দ্র শুভ নামে একটি ফেসবুক আইডি থেকে আল্লাহ ও রাসুল স’ম্পর্কে কু’রুচিপূর্ণ কিছু কথাবার্তা কয়েকজন ফেসবুক বন্ধুর কাছে ম্যাসেজ করা হয়। এক পর্যায় কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিনশর্ট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি ছড়িয়ে পড়ে।

এই অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থা’নায় আইডি হ্যাক হয়েছে ম’র্মে জিডি করতে আসেন। এ সময় পু’লিশ বিষয়টি ত’দন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে। এ ঘটনায় রবিবার ডা’কা সমাবেশেই এই সং’ঘর্ষের ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019