১৫ Jul ২০২৫, ১২:০৫ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
দেশে একদল মানুষ আছে, যারা কোনো একটা ঘটনা ঘটলেই স্ট্যাটাস মারে, ‘এই দেশে আর থাকতে চাই না। এই দেশের ভবিষ্যত নাই’ ইত্যাদি, ইত্যাদি। যেন সব দেশের দোষ। দেশ শিখিয়ে দিয়েছে তুমি বদ হও, চুরি বাটপারি করো, খুন খারাপি করো! আর দুনিয়ার কোন দেশে খারাপ কোনো ঘটনা ঘটে না? একটু গুগল সার্চ করে বিভিন্ন দেশের অপরাধের হার একটু দেখবেন তো!
‘যাই হোক, আইইএলটিএস-এ ৮ উঠিয়ে তারপর স্ট্যাটাস দিয়েন যে, এই দেশে থাকতে চান না! তার আগে শুধু শুধু দেশকে দোষ না দিয়ে দুই-চারটা ভালো কাজ করার চেষ্টা করেন! দুইটা বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেন, দুইটা গাছ লাগান, বাসার চারপাশ পরিষ্কার রাখেন, ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা দেন। ৮-১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব চাইবে। সেক্ষেত্রে অবশ্য আমরা গরিব হলেও ফকির না। আমরা অন্য দেশের মানুষকে নাগরিকত্ব দেই না!’
সম্প্রতি এভাবেই ফেসবুকে মনের অভিব্যক্তি প্রকাশ করেন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শবনম ফারিয়া। কোনো একটি ঘটনা ঘটলেই দেশ নিয়ে যারা হতাশা ব্যক্ত করেন, সোশ্যাল মিডিয়ায় নানা স্ট্যাটাস দিয়ে দেশের দুরাবস্থা তুলে ধরেন, এ দেশে থাকার মতো অবস্থা নেই বলে উল্লেখ করেন, তাদের প্রতি ক্ষোভ ঝেড়ে নিজের ফেসবুকে উপরের ওই স্ট্যাটাসটি দেন ফারিয়া।