১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরিন খানমঃঃ
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯” বিজয়ী হয়েছেন
রাফা নানজীবা তোরসা “।তার পিতা সংস্কৃতির এক অন্যন্য ব্যক্তিত্ব মরহুম এডভোকেট শেখ মোরশেদ এর সুযোগ্য কন্যা। ৬নং ইউনিয়ন আলী আকবর ডেইল। থানা কুতুবদিয়া – জেলা ককসবাজার। মিস ওয়াল্ড বাংলাদেশ” ২০১৯ ” বিজয়ী হওয়ায় প্রান ডালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্ররাইম নিউজ এর পক্ষ থেকে এক প্রতিযোগিতায় মরহুম মোরশেদ সবার কাছে কাছে ভোট চেয়েছিল এই তোরসার জন্য আমরা সবাই ভোট করে ছিলো। আজ সেই কাংখিত ফলাফল তাকে আজ চুম্বন করল। তার বাবা এডভোকেট মোরশেদ বেচে থাকলে আজ সব চেয়ে খুশি হত।এই মেয়ে সুধু কুতুবদিয়ার গর্ব নয় বরং সারা বাংলার গৌরব।আমরা তার উত্তর উত্তর সাফল্য কামনা করছি।।